সচরাচর জিজ্ঞাসা

সার্ভিসবুক কি?

সার্ভিসবুক একধরেনের লিখিত রেকর্ডবুক। একজন শিক্ষকের কর্মজীবনের সকল ঘটনা সার্ভিস বইয়ে লিপিবদ্ধ থাকে। শিক্ষকের যোগদানের সময় সার্ভিস বই খোলা হয়। এরপর ওই শিক্ষকের বেতন নির্ধারণ, বেতন বৃদ্ধি, বদলি, ছুটি, শাস্তি, পদোন্নতি ও বিবিধ তথ্য সার্ভিস বইয়ে লেখা থাকে। PRL/PENSION এর সময় সার্ভিস বই যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষকের PRL/PENSION মঞ্জুর করা হয়।

ডিজিটাল সার্ভিস বই সিস্টেম কি?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রস্তুত করেছে - ডিজিটাল সার্ভিস বই। এখন থেকে একজন শিক্ষকের কর্ম বৃত্তান্ত অনলাইন সার্ভিস বইয়ে লিপিবদ্ধ করা যাবে। বেতন নির্ধারণ, বেতন বৃদ্ধি, বদলি, ছুটি, শাস্তি, পদোন্নতি, নিরীক্ষা ও বিবিধ তথ্য সবকিছুই ডিজিটাল সার্ভিস বইয়ে আছে।

ডিজিটাল সার্ভিস বই সিস্টেম কারা ব্যবহার করেন ?

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা গণ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা গণ, এজিপি অফিসের কর্মকর্তাগণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ডিজিটাল সার্ভিস বই সিস্টেমে একজন শিক্ষক কি ভাবে উপকৃত হবেন?

এখন একজন শিক্ষকের সার্ভিস বই যদি অনলাইনেই পাওয়া যায় তাহলে কেমন হবে? তাহলে একজন শিক্ষকের সার্ভিস বই নষ্ট, হারিয়ে যাওয়া, ছিড়ে যাওয়া ইত্যাদি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন থেকে সার্ভিস বই সংক্রান্ত সকল জটিলতা অনেকাংশে কমে যাবে। সিস্টেমের স্বচ্ছতা সিস্টেমটির একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি। এই সিস্টেমে সকল শিক্ষক তার সার্ভিস বইয়ের বর্তমান অবস্থা কোনো ঝামেলা ছাড়াই দেখতে পাবেন।

ডিজিটাল সার্ভিস বই সিস্টেমে কি কি তথ্য একজন শিক্ষক পেতে পারেন?

শিক্ষকগণ তাদের সাধারন তথ্য, বেতন নির্ধারণ ও পুনঃনির্ধারণ, বেতন বৃদ্ধি, বদলি, পদোন্নতি, শাস্তি, ছুটি, নিরীক্ষা, PRL ও বিবিধ তথ্য দেখতে পারবেন। প্রথমবার সার্ভিসবুক খোলার সময় তথ্য প্রত্যয়ন করে উপজেলা অফিসারের নিকট পাঠাতে পারবেন এবং দেখতে পারবেন যে উপজেলা অফিসার তার তথ্যটি যাচাই করেছেন কিনা।

সার্ভিস বইয়ের সকল তথ্য একসাথে কিভাবে দেখতে পাব?

ডিজিটাল সার্ভিস বই সিস্টেমে লগ-ইন করে মেনুতে “বই খোলা” –তে ক্লিক করতে হবে তারপর সাবমেনু “বিস্তারিত তথ্য” –তে ক্লিক করতে হবে। যে পেইজ আসবে তাতে কত তারিখ থেকে কত তারিখ তথ্য দেখতে ইচ্ছুক সেই শুরু তারিখ এবং শেষ তারিখ দিয়ে সার্চ করতে হবে।

ডিজিটাল সার্ভিস বই সিস্টেমে পুরাতন ডাটা এন্ট্রি কি?

ডিজিটাল সার্ভিস বই সিস্টেম শুরু হবার পূর্বের সকল সার্ভিস বই এই সিস্টেমের আওতায় আনার একটা ব্যবস্থা রয়েছে। এটিই হলো পুরাতন ডাটা এন্ট্রি।

সার্ভিস বই অ্যাপ বা Servicebook App কি?

এইটি ডিজিটাল সার্ভিস বই সিস্টেমের সাথে একটি স্মার্টফোন ভিত্তিক অ্যাপ। এর মাধ্যমে শিক্ষক মোবাইলের মাধ্যমেই সার্ভিস বই দেখতে পাবেন।
 ঘরে বসেই সার্ভিস বই দেখা যাবে।
 সার্ভিস বই সংক্রান্ত হয়রানি কমে যাবে।
 সহজেই ছুটির হিসাব নির্ধারণ ও দেখা।
 বেতন নির্ধারণ ও পুনঃনির্ধারণ, বেতন বৃদ্ধি, বদলি, পদোন্নতি, শাস্তি, ছুটি, নিরীক্ষা, PRL ও বিবিধ তথ্য ঘরে বসেই দেখা ।
 সার্ভিস বই খোলার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সকল তথ্য দেখা যাবে।
 সার্ভিস বই খোলার শুরুতে ঘরে বসেই তথ্য প্রত্যয়ন করে উপজেলা অফিসারের নিকট পাঠান যাবে।
 উপজেলা অফিসার তার তথ্যটি যাচাই করেছেন কিনা জানা যাবে।

সহায়তায়